[১]আফগান সরকারকে স্বীকৃতি দেবেন না তালেবান, বলেছেন শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই
আমাদের সময়
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১১:২০
ইসমাঈল আযহার: [২]আমেরিকার সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদলের অন্যতম সদস্য শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, তারা আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেবেন না। খামা প্রেস’ পার্সটুডে [৩]প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতি আমেরিকার সমর্থনের নিন্দা জানিয়ে স্তানাকজাই বলেন, আফগানিস্তানের জনগণ এই সরকারকে মেনে নেয়নি এবং তারা এ সরকারকে বৈধ বলে মনে করে না। [৪]এক বছরেরও …